ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
বুধবার সকাল ১০টায় শহরের থানা রোডের মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজাপুর উপজেলা সদরে সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সবুর খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন মাতব্বরের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন যুবনেতা মাইনুল ইসলাম তালুকদার, যুব মহিলা লীগের নেতৃ শাহনাজ লিপি, যুব মহিলা লীগের সভাপতি নাজনীন পাখি, শ্রমিক লীগের সভাপতি মাসুম মৃধা, যুবলীগের স্বপন সমাদ্দার, রফিকুল ইসলাম জুয়েল, ফখরুল ইসলাম খাঁন ও অনুষ্ঠানের সভাপতি আঃ সবুর হাওলাদার।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা দিন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করে যুবলীগ। বাংলাদেশের ছাত্র রাজনীতি ও জাতীয়তাবাদ আন্দোলনের সৃজনশীল যুবনেতা ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্স তথা মুজিব বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার শেখ ফজলুল হক মনি যুবসমাজকে ঐক্যবদ্ধ করে যুব রাজনীতির চেতনার নতুন ধারা সৃষ্টি করে। দীর্ঘ পথচলায় সংগঠনটি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের রাজনীতিতে।