ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলণ করায় ৯জনের প্রত্যেককে তিন দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলণ করছে এমন খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ঘঠনাস্থলের নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উওোলন করায় ৯জনকে আটক করে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত ।
সাজা প্রাপ্তরা হলেন আসাদুল্লাহ (৪৬), হিমেল (২০), রনি (২৪), মনোয়ার হোসেন (২২), জালাল উদ্দিন (৩৫), বুরহান (২২), সুরুজ মিয়া (৩২), রাসেল মিয়া (২৩) ও সোহাগ (২১)।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, ব্রহ্মপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলণ করছে এমন খবরে নদীতে অভিযান চালিয়ে ৯জনকে আটক করা হয়।
আটককৃতদের ব্যবস্থাপনা আইন ২০১০এর ১১ ধারায় তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়, ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।