ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুহ্নদ সমাবেশর তৃতীয় বর্ষপুর্তি আজ উদযাপন হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ বুধবার সীমিত পরিপসরে নানা অনুষ্ঠানের আয়োজন করে সুহৃদ সমাবেশ।
২০১৭ সালের ১৮ নভেম্বর ঈশ্বরগঞ্জে সুহৃদ সমাবেশের যাত্রা শুরু হয়। সমকালের পাঠক সংগঠনটি নানা সামাজিক কাজের জন্য এলাকায় সমাদ্রিত। করোনার প্রাদুর্ভাবেও সুহৃদরা সচেতনতামূলক কার্যক্রম ও বিনামূল্যে মানুষের মধ্যে মাস্ক বিতরণ করছে।
বর্ষপূর্তির সকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় করোনাভাইরাসের সচেতনতা সৃষ্টিতে বিনামূল্যে মাস্ক বিতরণ করে সুহৃদ সমাবেশ। এরপর বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানের। কমিউনিটি পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় আইজিপি পদকে ভূষিত হওয়া ঈশ্বরগঞ্জ সুহৃদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়াকে সম্মাননা দেওয়া হয়।
সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান আকন্দ হলুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, ওসি আবদুল কাদের মিয়া, সুহৃদের উপদেষ্টা সমকালের ময়মনসিংহ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সুহৃদ সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ। প্রতিবছর এই দিনে সমাবেশ প্রতিপালনের আহবান জানানো হয়।