ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি পক্ষ থেকে গরু চক্র ধরিয়ে দেওেয়ায় সন্ধানদাতা ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। চোখের সামনেই কাভার্ড ভ্যানে করে নিজের চারটি গরু নিয়ে যেতে দেখেছিলেন কৃষক লাল মিয়া (৫৫)। তাৎক্ষনিক চোরকে ধরতে না পারলেও তিনি তখন ফোন করেন ৯৯৯-এ বিষয়টি জানান এই ফোনের কারণেই চোর চক্রটি গরু ও কাভার্ডভ্যানসহ ধরা পড়ে কোতোয়ালী থানা পুলিশের হাতে। কৃষক লাল মিয়ার এমন সচেতনতা আর বুদ্ধির প্রশংসা করে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে লাল মিয়ার হাতে পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আক্কাছ উদ্দিন ভুইঁয়াসহ বিভাগের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো পাঁচ পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য পুরস্কৃত হন।
রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, এভাবে যদি নাগরিকরা সচেতন হয়ে ৯৯৯-এ ফোন করেন তাহলে অনেক অপরাধ কমে আসবে। আপরাধিরা আইনের আওতায় চলে আসতে বাধ্য হবে এব্যপারে কৃষক লাল মিয়ার মত সকলকেই পুলিশকে সহযোগিতার জন্য বলেন।