ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় এলাকার একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে ম্যাগনেট পিলার সদৃশ্য একটি বস্তু সহ প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।১৮ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি মাইক্রোবাস, ম্যাগনেট পিলার সদৃশ্য একটি বস্তু, নয়টি মোবাইল ফোন জব্দ করেন।
আটককৃতরা হলো বাড়ির মালিক উপজেলার মৃত হাজী ইসাহাগ খন্দকারের পুত্র মো. ইদ্রিস খন্দকার (৬২), আঙ্গারিয়া গ্রামের সাহেব আলীর পুত্র মো. নজরুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার বাকুলিয়া থানা সদরের মোহাম্মদ হোসাইনের পুত্র মো. শহিদ বিন হোসাইন (৫৩), বরিশাল জেলার হিজলা থানার পত্তনীভাঙ্গা
গ্রামের নুরুল ইসলামের পুত্র মো. মাহাতাব উদ্দিন (৫৭), গাজীপুর সদর থানার ভবানীপুর এলাকার মৃত ফয়েজ উদ্দিনের পুত্র মো. মিজানুর রহমান (৪৫), ভোলার বোরহার উদ্দিন থানার মধ্যমতলী গ্রামের ইদ্রীস মাস্টারের পুত্র মো. মহিউদ্দিন (৪১), লালমোহন থানার চরনিউলো গ্রামের মৃত তাজেম আলী হাওলাদারের পুত্র মো. মেহেদী হাসান (৩৩), ঢাকা দক্ষিন খানের মোল্লার টেকের মৃত জাকির উদ্দিনের পুত্র মো. রতন উদ্দিন (৪৫)।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, বাইপাসমোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালন চক্রের কতিয় সদস্য পিলার পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারনা আইনে মামলার প্রস্তুতি চলমান।