প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাতক্ষীরার তালা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচী এর আওতায় ১১৮০জন ও পুনর্বাসন কর্মসূচী আওতায় ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে।
বৃহস্পতি বার (১৯ নভেম্বর) সকালে উপজেলা চত্ত¡রে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাষীদের মাঝে বিনামূল্যে ধান,সরিষা, ভুট্টা, টমেটো, মরিচ ও সুর্যমুখীর বীজ ও সার বিতরণ করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের পিপিআই মোঃ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হাজেরা খাতুন।
বীজ ও সার বিতারণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদেও চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার,মহিলা ভাইস-চেয়ারম্যান মুরদিা পারভীন পাপড়ি,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খা বাবলী প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন চাষীকে বোরো ধান বীজ, ৫০০ জন চাষীকে সরিষা ও ৮০ জন চাষীর মাঝে ভুট্টা বীজ বিতারণ করা হবে।
এছাড়া পুনর্বাসন আওতায় ৪২০জন চাষীর মধ্যে গম বীজ ১৬০জন, মরিচ ১০০, টমেটো ৮০ জন সরিষা ৪০ জন ,সূর্যমুখী ৪০ জন চাষীকে বীজ ও সার দেওয়া হবে। এর মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান চাষের জন্য প্রত্যেক চাষীকে ১ কেজি বোর ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং সরিষা চাষের জন্য প্রত্যেক চাষীকে ২ কেজি সরিষা, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
এছাড়া উপজেলায় ৮০ জন ভুট্টা চাষীর প্রত্যেককে ১ কেজি ভুট্টা বীজ ও ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
বীজ ও সার বিতারণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ।পরে অতিথিবৃন্দ উপজেলার ১২টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে এ বীজ ও সার বিতরণ করেন।