সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিল পাড়ায় "জঙ্গি আস্তানা"থেকে আত্মসমর্পণকারী চারজনের মধ্যে দুইজনের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার সাঁথিয়ায় বলে জানা গেছে। তাঁরা হলেন-উপজেলার নন্দনপুর ইউনিয়নের দাড়ামুদা গ্রামের আবু তালেবের ছেলে নাইমুল ইসলাম ও মোখলেছুর রহমানের ছেলে কিরণ ওরফে হামিম ওরফে শামিম।
সাঁথিয়ার খোয়াজউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা জানান, নাইমুল ও কিরণ দুজনই তাঁর প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের দুজনের মধ্যে এখন নাইমুল জোড়গাছা ডিগ্রি কলেজে বিএ ক্লাসে এবং কিরণ একই কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ছে। তিনি জানান, দুজনেই এলাকায় ধার্মিক ও বিনয়ী ছেলে হিসেবে পরিচিত এবং দুজনেই দরিদ্র পরিবারের সন্তান। এর মধ্যে নাইমুলের বাবা ঘোড়ার গাড়ি চালিয়ে যা আয় করেন তা দিয়ে সংসার চালান।
অন্যদিকে কিরণের মা দরজির কাজ করেন এবং বাবা ছোট একটি দোকান চালান। এ ব্যাপারে নন্দনপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানান, পুলিশের কাছ থেকে ওই দুজনের নাম ও ঠিকানা তিনি জেনেছেন। বছর দু’এক আগে রাজশাহী থেকে এক হুজুর এসেছিল। তারা দুজনই তার মুরিদ হন এবং তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে ভিন্ন পথে নিয়ে যান। সেই হুজুরও জেলে রয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ওই দুজন সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি। তাঁদের নামে থানায় কোনো মামলা নেই। উল্লেখ্য-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিল পাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে র্যাব। শুক্রবারের ওই অভিযানের এক পর্যায়ে ওই বাড়ি থেকে সন্দেহভাজন চার জঙ্গি বেরিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।