বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ দিন পার হলেও গৃহবধু (২০) ধর্ষণ মামলার আসামী মিজানুর রহমান মিঠু (৪৫) কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।আত্মগোপনে থেকেও বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকী ধামকী দিচ্ছেন অভিক্ত মিঠু।তবে পুলিশ বলছে অভিযুক্ত মিজানুর রহমান মিঠুকে গ্রেফতার করে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
অভিযুক্ত মিজানুর রহমান মিঠু মোরেলগঞ্জ উপজেলার ছোটকুমারখালী গ্রামের মৃত আবুয়াল শেখের ছেলে।
নির্যাতনের শিকার পরিবারের দাবি,২০ নভেম্বর সন্ধ্যায় মোরেলগঞ্জে নিজ বাড়িতে একা পেয়ে ওই গৃহবধুকে ধর্ষণ করে মিজানুর রহমান মিঠু। পরে ২১ নভেম্বর সকালে ধর্ষণের শিকার গৃহবধু বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মিজানুর রহমান মিঠুকে আসামী করে মামলা দায়ের করেন।
কিন্তু মামলার পরে ৬দিন কেটে গেলেও মিজানুর রহমান মিঠুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।উপরন্তু মামলা তুলে নেওয়ার জন্য মিঠু আমাদের হুমকী দিচ্ছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন,মামলা দায়েরের পরে আমরা ওই গৃহবধুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছি। ২২ ধারায় জবানবন্দিও নেওয়া হয়েছে বাদীর।
ঘটনার পর থেকেই আসামী মিজানুর রহমান মিঠু পলাতক রয়েছে।তাকে গ্রেফতারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।