ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মিশুকচালকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইকারীর হাতে এক মিশুক চালক খুন হয়েছেন। নিহত মিশুক চালকের নাম দুলাল মিয়া (৩৫)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তাতরাকান্দা গ্রামের আব্দুল খালেকের পুত্র।
বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকারী সন্দেহে কাউকে পুলিশ আটক করতে পারেনি। তবে খুনীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আম বাগান এলাকায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঐ ব্যক্তিকে উদ্বার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, যেখানে ঘটনা ঘটেছে সেখানে কোনো পাহারা থাকে না। ঐ জায়গাটি নীরব এলাকা। এ ছাড়া সেখানে কোনো অফিসও নেই।
তিনি বলেন, বহিরাগতরাই এ ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। ক্যাম্পাসে তারা পাহারা জোরদার করেছেন।
পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকারীদের জরুরিভীওিতে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।