সাতক্ষীরা তালায় কর্মরত সাংবাদিকদের সাথে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম গতিশীল করা এবং একটি সমৃদ্ধশীল উপজেলা গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার । মঙ্গলবার(১ ডিসেম্বর ) বেলা ১২টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ২০২১-২২ চক্রের ভিজিডি কার্যক্রমের আওতায় তালা উপজেলার ১২ টি ইউনিয়নের ২৩৪৮ জন উপকার ভোগীর নির্বাচনের দ্বিতীয় ধাপ প্রাথমিক বাছাই নির্ধারিত সময় ৩০ নভেম্বর এর মধ্যে শেষ হয়েছে। একই সময়ের মধ্যে ১২ টি ইউনিয়নের ৬০০ জন নতুন মাতৃত্ব ভাতাভোগীর ব্যাংক একাউন্ট নাম্বার সহ ডাটা এন্ট্রির কাজ শেষ হয়েছে ও উপজেলায় মোট মাতৃত্ব ভাতাভোগী ১৮২৪ জন হয়েছে বলে জানন তিনি।
সভায় আগত সাংবাদিকদের বলেন, আমি ও আমার অফিস সম্পূর্ন দূর্নীতি মুক্ত।বাল্য বিবাহ, যৌতুক,নারী নির্যাতন, মানবপাচার, সহ সমাজের অসংগতি সমাধানে আমিও আমার অফিস বদ্ধপরিকর। এবিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টুডে এম এ ফয়সাল, কালের কন্ঠের মোঃ রোকনুজ্জামান টিপু, যায়যায়দিনের মোঃ মামুন রেজা, আলোকিত প্রতিদিনের ইলিয়াস হোসেন, দিনকালের সেলিম হায়দার, আমার সংবাদ- আজমল হোসেন জুয়েল, কালের চিত্রের সেকেন্দার আবু জাফর বাবু, আজকের সাতক্ষীরার মিজানুর রহমান, দৈনিক যশোরের পার্থ মন্ডল, দৈনিক প্রবর্তনের হাসান আলী বাচ্চু, আজকের সাতক্ষীরা রেশমা খাতুন প্রমুখ।