ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত ৫ টি মোটরসাইকেলসহ চোর চক্রের ১২ সদস্যদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করাহ হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার রাতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারে নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে এসআই(নিঃ) হাবিবুর রহমান সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে দিঘারকান্দ বাইপাস এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ১২ জন আটক করে।
এসময় চোর চক্রের কাছ থেকে ০৫ (পাঁচ) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসব চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ সহ দেশেরে বিভিন্ন স্থান হতে দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছে। এই বিষয়ে কোতোয়ালী মডেল থানায় এসআই(নিঃ) হাবিবুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করেন। অজ শনিবার আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীরা হলো শিমুল ইসলাম শিপন(২৬) আবু বক্কর(৩২) মানজু মিয়া(২৩) জুনাইদ(২৫) হেফজু মিয়া(২২) মুছা মিয়া(২৫) আকাশ(২৫) ইকরাম(২০) শাহাঙ্গীর(২০) আলম মিয়া (২২) মোকারম(২২) রাজিব মিয়া(৩৫)।