ময়মনসিংহের নান্দাইলে কম্বল পেল তিনহাজার অসহায় শিশু। দুঃস্থ ও অসহায় নিবন্ধদিত তিন হাজার শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে ওয়ার্ল্ড ভিশন' নান্দাইলের উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নারী ও শিশুদের মধ্যে সহিংসতারোধে গণস্বাক্ষর কার্যক্রমও উদ্বোধন করা হয়।
জানা যায়, ওয়ার্ল্ড ভিশনের নান্দাইল উপজেলার আচারগাঁও, চন্ডিপাশা, নান্দাইল, শেরপুর ইউনিয়ন এবং নান্দাইল পৌরসভার নিবন্ধিত ৩ হাজার হতদরিদ্র পরিবারের শিশুরা এই কম্বল পেয়েছে।
কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, নান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হক ওয়াল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানাজার (এপিসি) প্রশান্ত নাফাক এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরাম প্রোগ্রাম অফিসার নিলু বেগম।
কম্বল বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি ১৬ দিনব্যাপী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আমি কোনো দিন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা করবো না' শীর্ষক ক্যাম্পেইনের গণস্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত সকলের স্বাক্ষর গ্রহণ করা হয়। সেসময় বিভিন্ন প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অসহায় শিশুরা কম্বল পেয়ে আনন্দিত হয়ে পড়ে।