কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর আঘাত এবং জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
সোমবার(০৭ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, যুব মহিলালীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসনে রনি প্রমুখ।
বক্তারা বলেন, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। একটি মহল ষড়যন্ত্র করে এই ইস্যুকে পুঁজি করে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ এই ষড়যন্ত্রকে রুখে দিবে। তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করা হয়েছে; এই আঘাত শুধু আওয়ামী লীগ নয়, পুরো দেশের মানুষ আঘাত পেয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়।