বাগেরহাটের মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে মোরেলগঞ্জ থানা পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমির মল্লিক এ আদেশ দেন।
একই সঙ্গে পুলিশে করা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য বুধবার তারিখ ধার্য করেছেন আদালত। এর আগে সোমবার (০৭ ডিসম্বের) দুপুরে ওই দুইজনকে গ্রেফতার করে মোরেলগঞ্জ থানা পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিশু হাসিবুল হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ওই মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ৬ ডিসেম্বর রোববার সকালে মোরেলগঞ্জ উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসা পাশে পরিত্যক্ত জায়গা থেকে হাসিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশু হাসিবুলের মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন