পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা ০২নং গোলখালী ইউনিয়নের ০২নং ওয়ার্ডে প্রায় ৫০ জন দিন মজুরের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন নিজ অর্থায়নে ইউপি সদস্য মোঃ মনির হোসেন হাওলাদার। ০২নং ওয়ার্ডে ইউপি সদস্য সুধু শীত বস্ত্র নয় তার ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে খোজ খবর নিয়ে হতদরিদ্র, ভি.জি.ডি, ভিজিএফ, প্রতিবন্ধীভাতা, বয়ষ্কভাতা, বিধবা ভাতা, ১০ টাকা ল্যাজ্য মূল্যে চাল বিতরণ সহ অন্যান্য ভাতাদি সঠিক ভাবে পরিচালনা করে আসছেন।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ মনির হোসেন হাওলার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ওয়ার্ডে অত্যন্ত গরীব অসহায় এর মাঝে আমার নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরণ করে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে। তবে আমাদের প্রত্যেক সদস্যদের কর্তব্য ও দ্বায়ীত্ব এই শীতে প্রত্যেকের গরীব মানুষের পাশে দারানো।
তিনি আরোও বলেন, যে আমার ওয়ার্ডে সরকারি অনুদান সহ বিভিন্ন ভাতাদি অন্যান্য সহোযোগীতা প্রতিটি গরীব ও অসহায় মানুষের কাছে পৌছে দিয়েছি। এ ব্যাপারে ০২নং ওয়ার্ডের দিনমজুর মোঃ ইব্রাহিম প্যাদা বলেন, আমরা মেম্বরের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছি এবং ১০টাকার ল্যাজ্য মূল্যের কার্ড করে দিয়েছে। আমাগো জনগনের দোয়ায় যেন চিরদিন বেচেঁ থাকেন।
এ ব্যাপারে গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, যে আমার গোলখালী ৯টি ওয়ার্ডের ২নং ওয়ার্ডকে মনির মেম্বর সার্বোক্ষনিক জনগনের সাথে সময় দিয়ে থাকেন।