বেড়া উপজেলা উপ'নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী রেজাউল হক বাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রইজ উদ্দিনকে বিপুল ভোটের ব্যবধানে পেছনে ফেলে বে'সরকারি ভাবে জয়লাভ করেছে।
বৃহস্পতিবার দশ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুত্রে জানা যায়, আওয়ামীলীগ সমর্থিত বাবু পেয়েছেন ৯৮ হাজার ৭৬ ভোট বিএনপি সমর্থিত রইজ পেয়েছেন ৬ হাজার ৪ শত ৫৭ ভোট। এদিকে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়নি মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী রইজ উদ্দিন।
অন্যদিকে আওয়ামিলীগ প্রার্থী রেজাউল হক বাবু বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। নির্বাচনের দিন সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে ভোট দেওয়ার পাশাপাশি ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরবার মতো। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
শীতকাল হওয়ায় ঘনকুয়াশা আর প্রচন্ড শীতের কারনে দিনের প্রথম প্রহরে ভোটারদের উপস্থিতি একটু কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ভীড় বাড়তে থাকে।
বেড়া উপজেলা পৌর এলাকার ৮নং ওয়ার্ড সানিলা শাহপাড়ার আওয়ামী যুবলীগ নেতা রেজাউল করিম জানায়,পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা খুশির বিষয়। সুন্দর পরিবেশে ভোট দিতে পারায় অনেক আনন্দ লাগছে। অন্য ভোটারদের মাঝে সুন্দর ভাবে ভোট দিতে পারার আনন্দও আমি দেখেছি। বেড়া উপজেলা আওয়ামীলীগ এর (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল বলেন, বিজয়ের মাসে পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। শুনেছি বিএনপির প্রার্থী নির্বাচনে হেরে গিয়ে মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে। বিএনপির কাজই হচ্ছে নির্বাচনে হেরে লজ্জা ঢাকতে এধরনের কথা বলা। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। কোথাও কোন অপ্রত্যাশিত কোন ঘটনা ঘটেনি। বিএনপির প্রতি জনগণের আস্থা কম তারা ভোট কম পেয়েছে তাই মিথ্যা অভিযোগ করছে।
এসময় বেড়া উপজেলা উপ'নির্বাচনে নব'নির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক বাবুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী। বেড়া উপজেলা আওয়ামিলীগ এর (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সাহা। বেড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন। রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম উজ্জ্বল। মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরোজ হোসেন প্রুমুখ।