কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক খোলা কাগজ,ভুরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টার অভিযোগে ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৪ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চেয়ারম্যান রোজেন গত শুক্রবার (১২ ই ডিসেম্বর) এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের দুইজন কর্মচারীকে মারধর করে। খবর পেয়ে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও প্রেসক্লাব সম্পাদক এবং দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে পৌছলে রোজেন তার মাথায় কংক্রিটের ভারী খন্ড দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উক্ত ঘটনার কারনে এমদাদুল হক বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা করলে এরই প্রেক্ষিতে সদর ইউপি চেয়ারম্যানকে আটক করে থানা পুলিশ।
জানা যায়,এছাড়াও গত দুই মাসে চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডে প্রায় অর্ধশত ব্যক্তি শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন। ভূরুঙ্গামারী থানার ওসি মোঃ আতিয়ার রহমান সদর ইউপি চেয়ারম্যানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার এস আই মমিন জানান, চেয়ারম্যানকে হত্যা চেষ্টার মামলায় বিজ্ঞ আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।