জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পাঁচরাস্তার মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আজমল হোসেন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, শরণখোলা উপজেলা ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন,মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মোজাম, যুগ্ম-আহ্বায়ক এ্যাডঃ তাজিনুর রহমান পলাশ, সভায় বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, সাবেক ছাত্রনেতা মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এম.আর জামিল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল আলম মিলন বলেন, জাতির জনকের ৭ই মার্চের ভাষনে উদ্ভুদ্ধ হয়ে নিরস্ত্র বাঙ্গালীরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছিলেন।
পাকিস্তানি সেনাদের নির্যাতনে ৩০লক্ষ মানুষ শহীদ হয়েছে ২ লক্ষ মা-বোন ধর্ষিত হয়েছে। এখনো তাদের ষড়যন্ত্র চলছে এবং চলবে তাই সকল নেতা-কর্মী, তরুন ও যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।