ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। দ্রুতগতির ট্রলির ধাক্কায় বৃদ্ধ ও সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী ইউপি সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক পৃথক স্থানে এ দুইটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ বুধবার বিকেলে নান্দাইল চৌরাস্তা এলাকার মাছের আড়তের সামনে নান্দাইল-তাড়াইল সড়কে ট্রলি ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭০) নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ওই বৃদ্ধ হাতে একটি ব্যাগ নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামির একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য নিপা আক্তার সুমি (৩০) ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে বাড়ি যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটি উল্টে পাশের খালে গিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সুমিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা যানবাহন ভাঙচুর করে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। বিক্ষুব্ধ জনতা রাস্তা বন্ধ করে দিলে যোগাযোগ ব্যাবস্থা সাময়িক ভাবে বন্ধ থাকলেও কিছুক্ষণ পর চালে যানবাহন।এব্যাপারে কাউকে আটক করা যায়নি।