সারা দেশের ন্যায় সাতক্ষীরা তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে । দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। বুধবার(১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা চত্বরে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এর পরপরই তালা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তালা থানা,পাটকেলঘাটা থানা, আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ,বিএনপি,ছাত্রদল,জাতীয় পাটি,তালা হাসপাতাল,তালা সরকারী কলেজ,তালা প্রেসক্লাব,তালা মহিলা কলেজ,শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, জাতীয় মহিলা সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমন্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও বেসরকারি সংস্থাসহ সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে উপজেলা চত্বরে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় সংগীতের মাধ্যমে বাঙালির বিজয়ের নিদর্শন জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তির সমৃদ্ধি ও অগ্রতি কামনা করে মসজিদ,মন্দির,গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।