পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন স্থগিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে পৌর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সুজানগর পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন কতৃক গৃহীত গেজেটে সুজানগর উপজেলার মথুরাপুর,নারায়ণপুর,কেষ্টপুরকে অন্তর্ভুক্ত করা হয়।
এই অঞ্চলের সিংহভাগ মানুষ সুজানগর পৌর নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এজন্য মানববন্ধন কর্মসূচিতে পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং সুজানগর পৌর মেয়রের কাছে জবাব চাওয়া হয়েছে এবং দিতে হবে বলে দাবি তোলেন বক্তারা। বক্তারা এও বলেন, আমাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি প্রতিষ্ঠা করবো।
আগামী পৌর নির্বাচনে যাতে উল্লেখিত এলাকার মানুষ তাদের ভোট দিতে পারে এজন্য নির্বাচন কমিশনারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী পৌর নির্বাচনের মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ২০ ডিসেম্বর। যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর। ভোট ১৬ জানুয়ারি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।