পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবিলা করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাবনার সাঁথিয়া উপজেলার করমজা চতুর বাজার এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গণপরিবহন এবং পথচারী ব্যবসায়ীদের মাস্ক না পড়ার অপরাধে জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম জামাল আহমেদ। মুখে মাস্ক না-পড়া, মুদির দোকানে মুল্য তালিকা না থাকা, লাইসেন্স বিহীন শিশু খাদ্য বিক্রিসহ গণপরিবহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৩ হাজার টাকা এবং ১২ টি মামলা করা হয়।
এসময় যাদের মুখে মাস্ক নাই তাদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম জামাল আহমেদ জানান, উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সহোযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবিলা করতে মুখে মাস্ক পড়া, মাস্ক বিতরণ করা স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্নভাবে জন'সচেতনতা'মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও ফুটপাত দখলমুক্ত, রাস্তার উপর যত্রতত্র খড় শুকনো, ঔষধের দোকান মেয়াদোতীর্ন ঔষধ রাখা, মুদির দোকানে মুল্য তালিকা না থাকা, লাইসেন্স বিহীন শিশু খাদ্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।