পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাহাঙ্গীর ঢালীর মামলার আসামী বাদী মোসা. তানিয়া বেগমকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে তানিয়া বেগম ও তার ভাই মো. তুহিন ঢালী সাংবাদিকদের কাছে জানান। উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর আসামী দুধা হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন তানিয়া বেগম। রাঙ্গাবালী থানা পুলিশ মামলার প্রধান আসামী দুধা হাওলাদারকে এবং হক মিয়া হাওলাদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। অন্যান্য আসামীরা এবং তাদের আত্মীয় স্বজনরা বাদীসহ জাহাঙ্গীর ঢালী পরিবারকে মৃত্যুর হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে মামলার বাদী তানিয়া বেগম জানান, আমার বাবা জাহাঙ্গীর ঢালীকে গুরুতর আহত করায় আমি বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আসামীরা আমাকে সহ আমার আত্মীয় স্বজনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
আমরা এখন জীবনের নিরাপত্তহীনতায় ভুগছি। আহত জাহাঙ্গীর ঢালীর ছেলে তুহিন ঢালী বলেন, ‘আমার বাবাকে মারধর করে দুধা হাওলাদার ও তার সহযোগীরা গুরুতর আহত করে ক্ষ্যান্ত হয় নি। থানায় মামলা করায় আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে বলে মানুষের কাছে অপপ্রচার চালাচ্ছে। আসামীদের ভয়ে আমরা এখন পালিয়ে বেড়াচ্ছি।’