বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচারণায় মাঠে নেমেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী আহমেদ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কুড়িগ্রাম শহরস্থ বিভিন্ন এলাকায় দলের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন।
নির্বাচনী প্রচারণা শেষে তিনি বলেন,গতকাল ভারতীয় হাই কমিশনারের সামনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখিবন্ধনে আবদ্ধ। কিন্তু কালকেই ময়মনসিংহের হালুয়াঘাটে এক বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। লালমনিরহাটেও একজন নারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ওবায়দুল কাদের সাহেব যদি জনগণের ভোটে মন্ত্রী হতেন তাহলে প্রথমে এই ঘটনার প্রতিবাদ জানাতেন। আপনি সেই কড়া প্রতিবাদ না করে আপনি রাখি বন্ধনে আবদ্ধের কথা জানালেন। অথচ নদ-নদীতে পানি নাই আর প্রতিটি সীমান্তে আমাদের বাংলাদেশি ভাইকে হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তার জন্য আপনারা কোন কথা বলেন না। আজকে মানুষ কোন কিছু লিখতে আর বলতে ভয় পায়। কারণ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এইটা সরকারের একমাত্র অলংকারে পরিণত হয়েছে।
সময় উপস্থিত ছিলেন দলের নির্বাহি কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম,সহ সভাপতি মোস্তাফিজার রহমান,সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,আলতাফ হোসেন,সহ-সম্পাদক ইদ্রিস আলী,মোল্লা দুলাল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক লিখন,পৌর বিএনপি সম্পাদক বিপ্লব,,জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান,সম্পাদক হিমেল,স্বেচ্ছাসেবকদল এর সহ সভাপতি হেলাল,রিজন. সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন