কঞ্জন কান্তি চক্রবর্তী, মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে জহির গীতি সন্ধ্যা ও কবি সাহিত্যিক সম্মাননা অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি শিল্পকল একাডেমিতে এ অনুষ্ঠান আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো: রফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদ।
অনুষ্ঠানে জেলার ৮জন কবি ও সাহিত্যিকদের মধ্যে মু. আল আমীন বাকলাই, ড. কামরুন্নেছা আজাদ, আমিনুল ইসলাম লিটন তালুকদার, পলাশ রায়, জহিরুল ইসলাম বাদল, শুক্লা ওঝা, রবীন্দ্রনাথ মন্ডল ও মাহামুদা আক্তার কে সম্মাননা স্মারক তুলে দেয় হয়।
এছাড়া জেলার ২০টি সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃতি স্মারক তুলে দেন অতিথিরা। পরে গীতিকার জহিরুল ইসলাম বাদলের লেখা গান পরিবেশন করেন স্থানীয় শিল্পিরা।