পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামিলীগের প্রার্থী উপজেলা আওয়ামিলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো বে'সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। আওয়ামিলীগের প্রার্থী (নৌকা) প্রতীক পেয়েছে ছয় হাজার আটশত বারো ভোট আর বিএনপির প্রার্থী (ধানের শীষ) আসাদুজ্জামান আরশেদ পেয়েছেন পঁচাশি ভোট। এছাড়াও আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী প্রার্থী মির্জা রেজাউল করিম পেয়েছেন (জগ) প্রতীকে একশত একষট্টি ভোট, অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান প্রতীক (মোবাইল) ফোন পেয়েছেন আটশত বিয়াল্লিশ ভোট।
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন সন্ধ্যা ছয়টার দিকে নয়টি ভোট কেন্দ্রের ফলাফল হাতে পাওয়ার পর বে'সরকারিভাবে ঘোষণা করেন। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের মোট ভোটার বারো হাজার দুইশত সাইত্রিশ জন। মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে এগারোজন এবং সাধারণ কাউন্সিলর পদে ছাব্বিশ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।