বেলা’র উদ্যোগে পাবনায় ইছামতি নদী উপকারভোগী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র উদ্যোগে পাবনায় ইছামতি এবং বড়াল নদী শীর্ষক উপকারভোগী সমন্বয় সভা বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইছামতী নদী উদ্ধার আন্দোলনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অবঃ) মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
তিনি বলেন পরিবেশের ভারসাম্যতা রক্ষায় এবং আধুনিক পাবনা গড়তে ইছামতি নদীর অবৈধ দখল দূষণ রোধ ও পানি প্রবাহ নিশ্চিত করতে স্থানীয়দের সোচ্চার হতে হবে। পাবনার সকল মানুষের প্রাণের দাবি ইছামতি নদী উদ্ধার হোক। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী ও রংপুর অঞ্চলের সমন্বয়কারী তন্ময় সান্যাল।ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান। সভায় নদী বিষয়ক আলোচনা করেন পানি উন্নয়ন বোর্ড পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, ইছামতি নদীর পূর্বাপর গ্রন্থের লেখক ড. মনছুর আলম, পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুন্নেছা ববিন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নদী জোট পাবনা জেলার সমন্বয়কারী ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি শফিক আল কামাল, পাবনা রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, কৃষিবিদ জাফর সাদেক, আসিয়াব’র ডিরেক্টর আব্দুস সামাদ, লেখক ও প্রবন্ধকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, ওয়াই ডাব্লিউ সি এ পাবনার সাধারণ সম্পাদক হেনা গোস্বামী, সামছুল হুদা ডিগ্রি কলেজর সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, বেড়া মঞ্জুর কাদের ডিগ্রি কলেজর প্রভাষক মোছা. রেজিনা খানম, সুপ্র’র সাধারণ সম্পাদক এম এ ছালাম, আইএনএস প্রধান সম্পাদক হাসান আলী, বাঁচতে চাই নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, আইনজীবি মীর ফজলুল করিম বাচ্চু, সুচিতা’র নির্বাহী পরিচালক নাছরিন পারভীন, টিএসপি নির্বাহী পরিচালক সরকার মোহাম্মদ, বড়াল রক্ষা আন্দোলন’র সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। নায্যতা ন্যায়সঙ্গত এবং লিঙ্গ সমতার ভিত্তিতে কমিউনিটির ক্ষমতায়ন প্রাকৃতিক সম্পদ ও পরিবেশগত অধিকার সুরক্ষায় বেলা আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি পরিবেশগত অধিকার বিষয়ে সচেতনতা গড়ে তোলা, স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ প্রদান, পলিসি এডভোকেসি, গবেষণার মাধ্যমে পরিবেশগত শাসন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে বেলা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।