পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট আগামী (৪ জানুয়ারি) সোমবার পর্যন্ত প্রত্যাহার করেছে পাবনা বাস মালিক গ্রুপ ও জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলা হলরুমে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পাবনা জেলা মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান হাবিব ধর্মঘট প্রত্যাহারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, পাবনা জেলা প্রশাসন ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে বেড়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী সোমবার পর্যন্ত পরিবহন মালিকেরা ধর্মঘট প্রত্যাহার করেছে। সোমবার আরেকটি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জোহা,ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান, পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম আজাদ'সহ পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলার মটর মালিক শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত (২৪ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে পাবনার বাস মালিক গ্রুপ এবং জেলা শ্রমিক সংগঠনের নেতারা ঘটনার দিন রাত থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেয়। সোমবারের বৈঠক ফলপ্রসূ না হলে আবারও ধর্মঘটে যাবেন বলে জানান পাবনার শ্রমিক নেতারা।