মোঃ ওবায়দুল্লাহ এর জন্ম ১৯৬৫ সালের জুলাইয়ে নরসিংদী জেলা, মনোহরদী উপজেলার শুকুন্দীর (ভিটিপাড়া) এক মধ্যবিত্ত পরিবারে। পরিবারের আর্থিক সমস্যা মেটানোর তাগিদে ২৭ বছর আগে পারি জমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে।
প্রবাস জীবন: ১৯৯৩ সালে সাধারণ ভিসায় সৌদি আরব আসেন, বেতন ছিল অল্প। এই স্বল্প বেতনের টাকা দিয়ে চলতে থাকে জীবন সংগ্রাম। দিনরাত হাড় ভাঙ্গা পরিশ্রম করে এবং নানান জায়গায় আরো কাজ করে, টাকা জমা করতে থাকেন। দুচোখে ছিল স্বপ্ন, প্রতিনিয়ত স্বপ্ন তাড়া করে বেড়াত। একটু একটু করে কাজের টাকা জমিয়ে, সৌদি আরব দুটি ফলের দোকান,একটি রেস্টুরেন্ট (মাতাম), একটি মুদির দোকান, ও একটি কফিশপ করেন। এভাবে ধীরে ধীরে সৌদি আরবের জিজান শহরে একজন সফল ব্যাবসায়ী হিসেবে পরিচিত মুখ হয়ে উঠেন মোঃ ওবায়দুল্লাহ।এখন সে একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী।
যেমন প্রবাসে সফল তেমনি নিজের মাতৃভুমিতেও পিছিয়ে নেই তার কর্মকান্ড। উন্নয়ন মূলক কাজের মধ্যেও অবদান রেখে যাচ্ছেন প্রতিনিয়ত এবং সমাজের অসহায় মানুষের পাশে থেকেও আত্নতৃপ্তি পান তিনি।সুন্দর সমাজ গড়ার প্রত্যাশা নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি।
অন্যান্য প্রবাসীদের মতো মোঃ ওবায়দুল্লাহ'র দাবি, সরকার থেকে প্রণোদনা নয়, একটু মূল্যায়ন করা হোক। আর সেই সঙ্গে প্রবাসীদের বিমানবন্দরসহ প্রতিটি ক্ষেত্রে হয়রানি বন্ধ করা হোক।