পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২জন নিহত ৫জন আহত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে এঘটনা ঘটে। নিহত ২জন ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামের সাহেব উদ্দিনের ছেলে মোন্নাফ (৪২) ও পাইকশা গ্রামের শামসুর রহমানের ছেলে নাসির (৪০)।
আহতদের পাবনা এবং রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। তারা হলেন, রওশন,মাহাতাব, সামাদ,আকরাম ও ইয়াসিন। স্থানীয় সুত্রে জানা যায়, পার-গোপালপুর গ্রামের সাচ্চুর কাছ থেকে মোন্নাফ নাড়িয়াগদাই বাজারে জায়গা কেনেন। আদালতের রায়ে মোন্নাফ ওই জায়গায় ঘর উঠাতে যায়।
এমন সময় গোপালপুর গ্রামের গোলাম আযম বাচ্চু গং তার লোকজন নিয়ে শনিবার সকালে মোন্নাফের উপর হামলা চালায়। এতে করে ২জন নিহত এবং ৩জন আহত হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বাচ্চু এবং মোন্নাফের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। সেই ঘটনার সুত্রধরে আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এসময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোন্নাফ এবং নাসির আহত হয়।
আহত নাসিরকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।