পাবনার ৪টি পৌরসভা নির্বাচনে আওয়ামিলীগ সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। তবে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছেন। ঈশ্বরদীর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন ভোট বর্জন করেছেন। আর সাঁথিয়া উপজেলা বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ মারধর করাসহ বিভিন্ন অভিযোগ করেন।
বেসরকারি ভাবে ফলাফল পাওয়া অনুযায়ী সাঁথিয়ায় আওয়ামিলীগ সমর্থিত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের মাহবুবুল আলম বাচ্চু নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৩৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ধানের শীষের সিরাজুল ইসলাম সিরাজ ৫ হাজার ৭০ ভোট পেয়েছেন। ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামিলীগ সমর্থিত মেয়র প্রার্থী ইসহাক আলী মালিথা ২৮ হাজার ৫৮২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ধানের শীষের রফিকুল ইসলাম নয়ন ২ হাজার ১০৮ ভোট পেয়েছেন।
ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামিলীগ সমর্থিত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের খ ম কামরুজ্জামান মাজেদ ৫ হাজার ২৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষের এনামুল হক ৩ হাজার ৩১২ ভোট পেয়েছেন। এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামিলীগ সমর্থিত মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন গোলাম হাসনাইন রাসেল। তিনি আওয়ামিলীগ সমর্থিত মেয়র প্রার্থী এবং বর্তমান মেয়র।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদেরের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮ টায় ফলাফল নিশ্চিত করেন।