গাইবান্ধা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মতলুবর রহমান (নারিকেল গাছ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বেসরকারিভাবে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রে মতলুবর রহমান (নারিকেল গাছ) পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন) পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট।
গাইবান্ধা পৌরসভায় মোট ভোটার ৫১ হাজার ৩শ’ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫শ’ ৫৯০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন। ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রের ১শ’ ৫৩টি কক্ষে ভোটাররা তাদের ভোটারধিকার শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করেছেন।
অপরদিকে, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- মেয়র পদে জাপার মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙল) ২ হাজার ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মো. আব্দুল্লাহ আল মামুন (নৌকা) পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১,২,৩ আসনে রুবিয়া বেগম, ৪,৫,৬ আসনে রত্না রানী এবং ৭,৮,৯ আসনে মনোয়ারা বেগম, সাধারণ আসনের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. ছামিউল ইসলাম, ২নং ওয়ার্ডে মো. মাজেদুর রহমান প্রামানিক রুনু, ৩নং মো.জামিউল ইসলাম জমু, ৪নং ওয়ার্ডে মো. মাহবুর রহমান, ৫নং ওয়ার্ডে মো. মশিউর রহমান বিল্পব, ৬নং ওয়ার্ডে লাবলু মিয়া, ৭নং ওয়ার্ডে মো. শাহীন মিয়া, ৮নং ওয়াডে মো. হাবিবুর রহমান এবং ৯নং ওয়ার্ডে বাবলু কুমার সরকার। পৌরসভায় মোট ভোট সংখ্য ১৪ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। মোট কাস্ট হয়েছে ১০ হাজার ৭৯ ভোট। ভোটারের শতকরা উপস্থিতি ৭৫ ভাগ।
সর্বশেষ পরিস্থিতিতে
সন্ধ্যার পর গাইবান্ধা সদরের কমরনই কেন্দ্রের ভোটের ফলাফলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার-উল সারোয়ার শাহিবের পক্ষের লোকজন এই হামলার ঘটনা ঘটায়। এতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের ৩টি মাইক্রোবাস ভাঙচুর, একটি লেগুনাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, এবং পুলিশসহ পাঁচজন আহত হয়।