পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতসহ আহত হয়েছে ৩ জন। শুক্রবার (২২ জানুয়ারি) জেলার সদর উপজেলার পাবনা সুজানগর সড়কের দুবলিয়া নামক স্থানে সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছেন। নিহতরা হলেন, সুজানগর উপজেলার ভবানী পুর গ্রামের মৃত মুনা কুন্ডুর ছেলে ঝন্টু কুন্ডু(৬০) এবং একই উপজেলার মানিকদির গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আরিফা খাতুন (৪৫)।
আহতরা হলেন, আব্দুল বারেক(৪৫)। আব্দুল কাদের (৫৫) এবং তার স্ত্রী রওশন আরা(৪৫)। আহত ব্যক্তিরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। দুবলিয়া সদর থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। দুবলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম স্থানীয়দের বরাত দিয়ে জানায়, পাবনা থেকে কয়লাবাহী একটি ট্রাক সুজানগর অভিমুখে যাচ্ছিল। আর সুজানগর থেকে সিএনজিচালিত একটি অটোরিক্সা পাবনা শহরে দিকে আসছিল। সকাল সাড়ে আটটার দিকে দুবলিয়া গার্লস স্কুলের পাশে ট্রাকের চাপায় অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন।
আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পথে সকাল ৯টার দিকে দু’জন মারা যান। সদর থানার দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুম বিল্লাহ জানান, সম্ভবত ঘন কুয়াশার কারণে গাড়িচালকরা নিয়ন্ত্রণ হারান। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে।