মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের (নৌকা মার্কা) প্রতিক নিয়ে মোঃ ফজলুর রহমান দ্বিতীয় বারের মত ১৩ হাজার ৬ শত ৯৭ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীর্ষ) অলিউর রহমান ৩ হাজার ৭ শত ৩০ ভোট পেয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন করা হয়। মৌলভীবাজার পৌরসভা নির্বাচন কোন প্রকার সংহিতা ছাড়াই সম্পন্ন হয়েছে। মেয়র প্রার্থী হিসেবে লড়ছিলেন দুই প্রতীকের দুজন। নৌকা প্রতিকের প্রার্থী থেকে বর্তমান মেয়র ফজলুর রহমান ও ধানের প্রতীক থেকে অলিউর রহমান। ধানের শীর্ষের প্রার্থী নির্বাচনের একদিন পূর্বে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষনা দেন। এরপরও ধানের শীর্ষে ৩ হাজার ৭ শত ৩০টি ভোট পড়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহন করা শুরু হলে ভোটারা শান্তিপূর্ণ ভাবে নির্বিঘেœ ভোট প্রদান করতে দেখা গেছে।
মোট ১৮টি ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংবাদ পাওয়া যায়নি। আইন শৃংঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের টহল অব্যাহত ছিলো। ভোট শুরু হওয়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছু
থাকলেও সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ভোট কেন্দ্র গুলো ভোটার শূন্য হয়ে পড়েছিল। ভোটররা বলেন, মানুষের মধ্যে একটা শঙ্কা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক বেশি তৎপর থাকায় ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিত হচ্ছেন। জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। সাধারণ কাউন্সিলার ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। ভোটারদের বিরম্বনা এড়াতে নির্বাচনে ১৪ টি ভোট কেন্দ্র থেকে বাড়িয়ে ১৮ টি কেন্দ্র করা হয়।