পাবনার সুজানগর উপজেলায় একটি মসজিদ চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই নূর জামে মসজিদের নির্মাণ কাজ করার সময় মাটির নিচে সেগুলো পাওয়া যায়। পুলিশ সুত্র জানায়, সম্প্রতি ওই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়।
সোমবার দুপুরে নির্মাণ শ্রমিকরা মাটি কাটার সময় ধাতব বস্তু জাতীয় কিছু দেখতে পান এবং স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সুজানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ এগুলো হ্যান্ড গ্রেনেড বলে জানায়। ওই জায়গাটি লাল ফিতা বেঁধে ঘিরে দেয়া হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব হ্যান্ড গ্রেনেড ফেলে গিয়েছিল বলে মুরুব্বিদের ধারণা।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জনসাধারণ যেন গ্রেনেডগুলো না ধরে সেজন্য তাদের সতর্ক করা হয়েছে। গ্রেনেড গুলোর অবস্থান সংরক্ষিত করে রাখা হয়েছে। তিনি আরও জানান, সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল (বোমা নিস্ক্রিয়করণ) ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।