নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সৈয়দপাড়া এলাকা তাতখানা স্কুল রোড সংলগ্ন থেকে নুর মোহাম্মদ ঢালীর বাড়ী হইতে হযরত মিয়ার বাড়ী পর্যন্ত ন্যুনতম ৮-১০ ফিট ড্রেনসহ রাস্তা নির্মাণ হওয়ার কথা থাকলেও এলাকার কিছু অসামাজিক লোকের কারণে তা হচ্ছেনা বলে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে একই এলাকার সাংবাদিক নামধারি বিএনপির সাইনবোর্ডধারী গাজী সেলিম সামাজিক উন্নয়ন কাজে বাধাগ্রস্থ করছে বলে এলাকাবাসী ফুসে উঠেছে।
এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী গণস্বাক্ষরিত একটি লিখিত আবেদন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভির বরাবর জমা দিয়েছে। উল্লেখিত কপিটি স্থানীয় ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন আমিন মোল্লাকেও অনুলিপি দেওয়া হয়েছে।
লিখিত আবেদনে জানা যায় সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলরকে ভুল বুঝিয়ে মিথ্যা অজুহাত দেখিয়ে সামাজিক উন্নয়নমূখী কাজটিকে বাধাগ্রস্থ করছে হলুদ সাংবাদিক গাজী সেলিম। অথচ এলাকায় কোনো অসুস্থ রোগী নিয়ে এলে এ্যাম্বুলেন্স সহ অগ্নি সংযোগ ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশ করতে পারে না। নতুন বিল্ডিং নির্মাণ করার সময় রাজউক কর্তৃপক্ষ ৮-১০ ফুটের নিচে রাস্তা না থাকলে কোনো বিল্ডিং ফাউন্ডেশনের অনুমোদন দিচ্ছে না আর বৃষ্টি বাদলতো রয়েছেই।
এলাকাবাসী উন্নয়নের স্বার্থে তারা ব্যক্তিগত ক্ষতিপূরণ দিয়ে হলেও রাস্তার কাজটি সমাপ্ত করতে চায়। কিন্তু অসামাজিক ও বিশৃঙ্খলাকারী গাজী সেলিম বিভিন্ন ভাবে সমাজে অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে এবং বিশৃঙ্খলার মাধ্যমে পরিবেশ নষ্ট করে উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করছে যা অত্যন্ত নিন্দনীয়।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মোঃ সফি গাজী, শাকিল আহম্মেদ, জব্বার, রাজু ভুইয়া, দুলাল মিয়া, সোহেল ভুইয়া, সোলাইমান, আঃ আজিজ, সফি ঢালী, আবু হানিফ ও রইস উদ্দিনসহ আরো কয়েকজন লিখিত আবেদনে মেয়রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান। উল্লেখিত আবেদনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লারও স্বাক্ষর রয়েছে ফেব্রুয়ারির ৭ তারিখে।