পাবনায় এসএমজি পার্ম (ইউনানী) নামের একটি অবৈধ যৌন উত্তেজক কোম্পানীসহ অপর একটি কোম্পানীতে অভিযান চালিয়ে চার লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ কোম্পানী দুটি সিল গালা করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, ঔষধ প্রশাসন পাবনার সহকারী পরিচালক সূকর্ণ আহম্মেদ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে পুলিশ পাবনা শহরের শালগাড়িয়া মালিগলি স্কুলের পাশে অবৈধ যৌন উত্তেজক কোম্পানী এসএমজি ফার্মা (ইউনানী) এবং শিবরামপুর জুবলী ট্যাংপাড়া ডোরা ফুড এন্ড বেভারেজে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানকালীন সময় ডোরা ফুড এন্ড বেভারেজ কোম্পানীর উৎপাদিত বেশ কয়েকটি পণ্যের বৈধ অনুমোদনের কাগজ দেখাতে না পারায় ও পণ্য গুলি নিম্ন মানের হওয়ায় ভোক্তা অধিকার আইনের ধারায় ২ লক্ষ টাকা জরিমানা ও শালগাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এসএমজি ফার্মা (ইউনানী) কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পাড়ায় কোম্পানীকে ২ লক্ষ টাকা জরিমানা ও তাৎক্ষনিক আদায় করা হয়।
এ সময় কোম্পানীদ্বয়ের উৎপাদিত পণ্য আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করাসহ কোম্পানী সিলগালা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, শহরের শালগাড়িয়া এলাকার জনৈক খোকার ছেলে তুষার দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী ব্যাক্তির সহায়তায় অন্য কোম্পানীর নাম ব্যবহার করের ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ তৈরি ও বিক্রি করে আসছিল।
এ ধরনের ভেজাল ও নিম্ন মানের পণ্য সেবনে মানব দেহের কিডনী ফুসফুস, হার্ট এর সরাসরি ক্ষতি করে বলেও তিনি জানান। এই জরিমানাই শেষ নয় কোম্পানীটি আমাদের নজরদারীতে থাকবে আবারও সে যদি এ ধরনের অপরাধ করে তা হলে আইনানুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভেজাল খাদ্য পণ্য ও লাইসেন্স বিহীন উদপাদনকারী যত শক্তিশালীই হোক না কেন ভেজাল বিরোধী অভিযান চলবে বলে তিনি জানান।