সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘ওবায়দুল কাদের চান না আমি নেত্রীর সঙ্গে যোগাযোগ করি।
আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডাইরেক্ট (সরাসরি) যোগাযোগ করি এটাই আমার অপরাধ।’
রোববার (৭মার্চ) সকাল সাড়ে ১০টায় বসুরহাট জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই কথা বলেন।
কাদের মির্জা বলেন, ‘আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজ দিশেহারা। উনি বরদাশত করতেছেন না আমার শেখ হাসিনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করাটা।’
তিনি বলেন, ‘আমি তো নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচন করতেছি। আমি এটা থেকে সরতে পারব না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজ আমরা তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ।’
অভিযোগ করে আবদদুল কাদের মির্জা বলেন, ‘আমাদের দল সমাবেশ বন্ধ করেছে। কিন্ত কিছু ষড়যন্ত্রকারীর উসকানি ও মদদে আজ এখানে সমাবেশ করছেন ওনার (ওবায়দুল কাদের) অনুসারীরা।