"মিলে মিশে দৌড়াচ্ছে বাংলার জনগণ" এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর ঘোষণার পরেই ৫ কিলোমিটার ডিজিটাল দৌড় প্রতিযোগিতায় নিজ নিজ ফোনসেটের এ্যাপ চালু করে বিরামপুর সরকারি কলেজের উত্তর গেট থেকে শুরু হয়ে দোশরা পলাশবাড়ীর পর দিওড় ইউনিয়নের রঘুরামপুর ঈদগাহর পাশ থেকে ফিরে এসে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। প্রশাসন, শিক্ষক, সুধীজন, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও- সংগঠনসহ সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন।
দৌড় শেষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুজ্জামান, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) কাওছার আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ লতিফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা বন কর্মকর্তা নিশিকান্ত মালাকার,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- বিরামপুর (এপি) ম্যানেজার নরেশ ম্যারান্ডি প্রমুখ।
পরে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেষ্ট উপহার তুলে দেয়া হয়। ১ম স্থান অধিকারী হাকিমপুর উপজেলার ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আমির হামজা, ২য় স্থান অধিকারী বিরামপুর আদর্শ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাঈম আনোয়ার এবং ৩য় স্থান অধিকারী বিরামপুর আমানুল্লাহ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক উমর ফারুক।
উল্লেখ্য যে, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্বাবধানে দেশি-বিদেশি খ্যাতিমান দৌড়বিদদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় ও আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন-২০২১ ফুল, হাফ ও ডিজিটাল ম্যারাথন। ৩টি ক্যাটাগরিতে ৫শত ৫০জন অনলাইন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করেন। তারই অংশ হিসেবে বিরামপুরে এই ডিজিটাল ম্যারাথন। এতে বিরামপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় ১শত ৫০জন প্রতিযোগী অংশগ্রহণ করে।