নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে আন্তঃজেলা যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স।
সোমবার (০৮ মার্চ) জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরখ খান এ অভিযানের নেতৃত্ব দেন।
এসময় সেলিম মিয়া (২০) নামে জড়িত একজনকে এক বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাটিংগা গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা মোতাবেক ঢাকা-সিলেট মহাসড়কে আন্তঃজেলা পাবলিক বাসে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান কালে কয়েকটি আন্তঃজেলা পাবলিক বাসে তল্লাশি করা হয়। এসময় মিতালী পরিবহনের একটি বাসে ০৫ কেজি গাজা নিজ হেফাজতে পাওয়ায় সেলিম নামের একজনকে ১ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
টাস্কফোর্স অভিযান ও ভ্রমমাণ আদালত পরিচালনায় নরসিংদী জেলা পুলিশ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নরসিংদী জেলায় মাদকের ব্যবহার ও জেলাধীন মহাসড়ক ব্যবহার করে আন্তঃজেলা মাদক পরিবহন নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের টাস্কফোর্সসহ ভ্রমমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায়