আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে "গোলাপকুঁড়ি সমাজ উন্নয়ন সংস্থা " র উদ্যোগে এক সেমিনার আয়োজন করা হয়।
গত ৮ই মার্চ ২০২১ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকার সেগুন বাগিচায় শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স রুমে এক সেমিনারের আয়োজন করে । উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট সানজিদা খানম (সাবেক সংসদ সদস্য ; কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ) ; প্রধান আলোচক নারগিস রহমান (সংসদ সদস্য , সাধারণ সম্পাদক -ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ) ; বিশেষ আলোচক আব্দুল মতিন ভূঁইয়া সাংস্কৃতিক সম্পাদক -ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ )।
সেমিনার টির সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি সানজিদা রোজ। মন্জুরুল ইসলাম ঈশা' র উপস্থাপনায় সেমিনার টি ছিল প্রাণবন্ত।
অর্থনৈতিক মুক্তি তে নারীদের কর্মভাবনা নিয়েই সেমিনারে আলোচনা করা হয়। এসময় এখানে অনেক নারী উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার নারী , মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই কর্মস্থলের অভিজ্ঞতা শেয়ার করেন । সফল নারী দের সফলতার পথ টি এতো মসৃণ ছিলো না। তা প্রত্যেকের বর্ণনা থেকেই বোঝা যাচ্ছিল।
কিন্তু আমাদের নারীদের সবচেয়ে অনুপ্রেরণার জায়গা ই হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী দিবসে সকলের শপথ হোক এগিয়ে চলা। কোনো বাঁধাই যেন নারীর এগিয়ে চলার পথ কে রুখে দিতে না পারে।
উল্লেখ্য গোলাপ কুঁড়ি সমাজ উন্নয়ন সংস্থা অসহায় নারী ও শিশু নিয়ে কাজ করে। এ প্রতিষ্টানেে র কুটির শিল্প এবং হস্তশিল্প পণ্য গুলো ইতোমধ্যে ই বেশ প্রশংসনীয়। নারী উদ্যোক্তা তৈরিতে ও উক্ত প্রতিষ্ঠান সহায়তা করে থাকে।