গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মাদারহাট হাইস্কুলের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
৯ মার্চ মঙ্গলবার নির্বাচনী এলাকার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট হাই স্কুলের ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এসময় উপস্থিতি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আব্দুল জলিল, উপজেলা কৃষক লীগের সভাপতি মো: জহুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে এই ৪তলা ভবনটি নির্মানে ২ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন, করোনা জনিত কারনে ছাত্রছাত্রীদের লেখা পড়া কিছুটা ব্যাহত হলেও সরকার কোন ঝুকি নেয়নি এই রোগের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করাই সরকারের মূল উদেশ্য। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রন হওয়ায় প্রধানমন্ত্রী নিদের্শর ছাত্রছাত্রীদের প্রতিরোধক টিকা দিয়ে স্বাস্থ্য বিধি মেনে আগামী ৩০শে মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়ার সিন্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে শিক্ষার ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছিলো তা দূর হবে বলে আশা করছি।