কুলাউড়া উপজেলার খারপাড়া গ্রামে স্ব-পরিবারে বসবাসের স্থানে অপরিকল্পিত ভাবে পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশ দূষণ হয়ে গর্ভবতী নারী ও শিশুরা ডায়রিয়া এলার্জিসহ নানান রোগে আক্রান্ত ও এলাকায় সংক্রামণ আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে জনস্বার্থে ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগের শুনানিতে হাজির হননি পোল্ট্রি ফার্মের মালিক মোঃ রহমত আলী।
পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে- খামার স্থাপনের পূর্বে এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বসতবাড়ীতে এই করোনাকালীন সময়ে ব্রয়লার খামার স্থাপন না করার জন্য মৃত ফরমুজ আলীর পুত্র, বড়ভাই খামার স্থাপনকারী মোঃ রহমত আলীকে অনুরোধ করেন ছোট ভাই মোঃ জাহেদ হোসেন।
পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র, প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধনসহ প্রয়োজনীয় কোন কাগজাত, সমগ্র আপত্তি ও কারো কথায় কর্ণপাত না করে পোল্ট্রি খামার গড়ে তুলেন রহমত। প্রতিবাদ করায় ছোট ভাইকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। সর্বশেষ জনস্বার্থে প্রতিবাদকারী ছোট ভাই বাধ্য হয়ে জনস্বার্থে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে সহকারী পরিচালক বরাবর ব্রয়লার পোল্ট্রি খামার স্থাপন দ্বারা বসত বাড়ীর পরিবেশ দূষণের ক্ষতির প্রভাব থেকে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী ও গর্ভের সন্তান রক্ষার জন্য জরুরী ভিত্তিতে খামারটি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন জাহেদ।
অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত (স্বারক নং- ২২.০২.৫৮০০.৩৩৬.৬০.০৬৮.১৯-১৬৭) স্বারকে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫( সংশোধিত-২০১০ অনুয়ায়ী উভয় পক্ষকে গত ১১ মার্চ সকাল ১০:৩০ ঘটিকায় জেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করেন। যতাসময়ে বাদী উপস্থিত থাকলেও বিবাদী শুনানীতে হাজির হননি।