শেরপুর -জামালপুর রুটের ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী নূর হোসেন (৬০)। রোববার (২১ মার্চ) দুপুরে ইজারার কিস্তি দিতে মোটরসাইকেলে করে শেরপুরের ন্যাশনাল ব্যাংকে যাচ্ছিল নূর হোসেন ও তার ভাতিজা লিটন রানা। পথিমধ্যে তারা শহরের মধ্যশেরী এলাকায় পৌঁছালে ডিবি পরিচয়ে পাঁচজন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
তাৎক্ষণিক তারা লিটনের হাতে হ্যান্ডকাপ পরায়। নূর হোসেন তাদেরকে বাঁধা দিতে গেলে মরিচের গুড়া ছিটিয়ে দেয় তারা। ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে দুটি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় ডিবি পরিচয় দেয়া ওই দুর্বৃত্তরা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরী।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া বলেন, 'ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।