বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধুলি গ্রামে ৮০ বছরের অসুস্থ বৃদ্ধা মা আয়েশা বেওয়ার কাছে থেকে সম্পত্তি লিখে নিয়ে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তিন ছেলে ও তাদের সন্তানরা। পরে স্থানীয়রা বৃদ্ধা আয়েশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।
সোমবার (২২ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চকধুলি গ্রামে ৮০ বছরের অসুস্থ বৃদ্ধা মা আয়েশা বেওয়ার স্বামী মহির উদ্দিন প্রামাণিক বেশ কিছুদিন আগে মৃত্যু হয়। এরপর বসতবাড়িসহ মোট ৬০ শতক জমির মালিক তিনি। ভরণপোষণের আশ্বাস দিয়ে সব সম্পত্তি লিখে নেয় তার ছেলে আল মাহমুদ মালু, শাহ আলী ও আবু হানিফ। কিছুদিন পর তাকে ভরণপোষণ দেয়া বন্ধ করে দেয় পাশাপাশি চিকিৎসার টাকাও বন্ধ করে দেয়া হয়।
মেয়ে ও জামাই এর প্রতিবাদ করলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তার ছেলেরা। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশি বৈঠক ডাকা হয়। কিন্তু তারা কারও কোনো কথাই মানতে নারাজ। তাই গ্রাম প্রধানদের পরামর্শে আইনের আশ্রয় নেন তিনি। বৃদ্ধা আয়েশা বেওয়া আরও বলেন, ভরণপোষণ ও চিকিৎসার কথা বলে সম্পত্তি লিখে নিলেও এখন সবকিছুই দেয়া বন্ধ দিয়েছে। এমনকি আমাকে বাড়ি থেকেও বের হয়ে যাওয়ার জন্য বলছে। তাই তাদের নামে দেয়া সম্পত্তি আমি ফিরিয়ে নিতে আদালতে মামলা দায়ের করেছি।
তার ছেলে আল মাহমুদ মালু বৃদ্ধা আয়েশাকে মারধরের কথা অস্বীকার করে বলেন, তার মা বোনদের কান কথায় ও কু-পরামর্শে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। এ নিয়ে ঝগড়া-বিবাদ হয়েছে মাত্র। এছাড়া বৃদ্ধা মা আয়শা বেওয়ার ভরণপোষণ ও চিকিৎসার ব্যাপারটি এড়িয়ে যান তিনি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, আয়শা বেওয়ার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন আহত ও অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।