গফরগাঁওয়ে চেয়ারম্যানের উদ্যোগে চা-পানের টাকায় হুইল চেয়ার পেল দশ প্রতিবন্ধী। ময়মনসিংহের গফরগাঁওয়ে লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব মুজিববর্ষ উপলক্ষে তার এক বছরের চা-পানের টাকা বাচিয়ে সেই টাকায় ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছেন
।
মঙ্গলবার দুপুরে মাইজবাড়ি হাতেম তাঈ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, পাগলা থানার ওসি রাশেদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন সরদার, রফিকুল ইসলাম মাস্টার, সংরক্ষিত ইউপি সদস্য রেহনুমা তারান্নুম দিতি, মকবুল হোসেন, মাহবুবুল আলম, জহিরুল ইসলাম, মফিজ উদ্দিন, নূরুল ইসলাম মানিক। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, অন্যদের মতই আমারও চা-পানের অভ্যাস ছিল। প্রায় এক বছর আগে হঠাৎ করেই আমি চা-পান খাওয়া ছেড়ে দেই। এতে প্রতি মাসে আমার সাড়ে ৪ হাজার টাকা করে বেচে যায়। এক বছরের বেচে যাওয়া টাকার সাথে আরো কিছু টাকা দিয়ে মুজিববর্ষ উপলক্ষে আমার ইউনিয়নের অসহায় ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার কিনে দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।