প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১৪ বছর বয়সের ১৮.২ ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়ে। এখনও ২ ভাগ শিশু স্কুলে ভর্তি হয় না। সে হিসেবে দেশের ৩০ লাখ শিশু এখনও শিক্ষার বাইরে। তাদের শিক্ষার আওতায় আনতে সারা দেশের ৩৪৫টি উপজেলায় ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। সরকারের এই কর্মসূচি সফল করতে ঝালকাঠির রাজাপুরে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রোগ্রাম বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
। মঙ্গলবার ২৩ মার্চ সকালে রাজাপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন এবং শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের সহযোগীতায় জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই কর্মশালা আয়োজন করে। রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়্যারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারি কমিশনার ভূমি অনুজা মন্ডল, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান বলেন, সরকার মানুষকে শিক্ষিত করতে সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছে। কেউ শিক্ষা বঞ্চিত হলে তিনি নিজে কিংবা তার পরিবারই শুধু নয়,সমাজ এবং রাস্ট্র ক্ষতিগ্রস্থ হয়। শিক্ষা বিহীন মানুষ দৃস্টিহীনের মতো। তাই প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া এবং এখনও স্কুলে ভর্তি না হওয়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে। সরকারের এসডিজি বাস্তবায়নে এই প্রকল্প সফল করতে সংশ্লিস্ট সকলের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।
রাজাপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ভোসড কর্তৃক বাস্তবায়নাধীন ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্পের অবহিকরন কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ঝালকাঠি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার ও জেলা প্রোগ্রাম হেড ভোসড মোঃ মেহেদী হাসান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম আবুল বাশার তালুকদার, যুবউন্নযন অফিসার আল আমিন বাকলাই, জেলা ভোসড সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আতিয়ার রহমান, ডেপুটি ম্যানেজার মনিটরিং মোঃ আব্দুল জব্বার, ভোসড জেলা ব্যবস্থাপক মিলটন দত্ত এবং ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর, কাঠালিয়া উপজেলার প্রোগ্রাম ম্যানেজার, সুপারভাইজার বৃন্দ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।