প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২১, ৩:৫৪ অপরাহ্ণ
এবার ২৬ মার্চ স্মৃতিসৌধ খোলা থাকবে দুই ভাগে
আগামীকাল ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহামারিকালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কাল শুক্রবার সকাল ৭টা থেকে ৯টা এবং বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
নির্ধারিত সময়ে পুষ্পস্তবক অর্পণকালে জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ক্ষতি না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
https://bd24news.com