একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া ১ লাখ ৪৭ হাজার বীরমুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। একইসঙ্গে ১৯১ জন শহিদ বুদ্ধিজীবির তালিকাও প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বীরমুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবিদের এই প্রাথমিক তালিকা প্রকাশ করেন।
প্রাথমিক তালিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ বরিশাল বিভাগের ১২ হাজার ৫৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ৩০ হাজার ৫৩ জন, ঢাকা বিভাগের ৩৭ হাজার ৩৮৭ জন, ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ৫৮৮ জন, খুলনা বিভাগের ১৭ হাজার ৬৩০ জন, রাজশাহী বিভাগের ১৩ হাজার ৮৮৯ জন, রংপুর বিভাগের ১৫ হাজার ১৫৮ জন ও সিলেট বিভাগের ১০ হাজার ২৬৪ জন বীর মুক্তিযোদ্ধা স্থান পেয়েছেন এই তালিকায়।
এছাড়া প্রথম ধাপে ১৯১ জন শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বীরমুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবীদের বাকি তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।