সুনামগঞ্জের শাল্লার নোয়াগাও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাঠের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজাপুর শাখার হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় সংখ্যালঘু বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয়।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজাপুর শাখার সভাপতি জয়রাম তেওয়ারির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি চন্দ্র শেখর হালদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজাপুর শাখার সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপুর শাখার সহ- সভাপতি রতন দেবনাথ, সাধারণ সম্পাদক রাজাপুর শাখার গোপাল কর্মকার, রাজাপুর কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি প্রান বল্বব সাহা, বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপুর শাখার ২নং সদর ওয়ার্ডের সভাপতি নেপাল দেবনাথ, রাজাপুর মহাশশ্মান ও কালী মন্দিরের সভাপতি অধির রঞ্জন মালাকার, সহ-সভাপতি স্বপন সোমাদ্দার, সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, রাজাপুর থানা কালী মন্দিরের সাধারন সম্পাদক দুলাল তেওয়ারি, রাজাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রিপন সোমাদ্দার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ যখন আজ স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছে তখন সেই সময়কার মৌলবাদীদের দোসররা দেশকে এটি অস্থিতিশীল অবস্থা সৃস্টি করতে উঠে পরে লেগেছে। সংখ্যালঘুদের উপর এই হামলার ঘটনার সাথে মদদদাতাসহ যে বা যারাই জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান বক্তারা।